গজারিয়ায় গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

গজারিয়ায় নিজ ঘর থেকে বুধবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবার দাবি, তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ ঘর থেকে বুধবার সুরভী আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের শাহ আলমের স্ত্রী। তবে বাবার দাবি, তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।

জানা গেছে, শাহ আলম ঋণগ্রস্ত হয়ে পড়া ও এক নারীর সঙ্গে পরকীয়ার গুঞ্জন নিয়ে প্রায়ই সুরভীর সঙ্গে ঝগড়া হতো। বুধবার দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হলে তারা দরজা ভেঙে সুরভীর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূর বাবার দাবি, তার মেয়েকে পরিকল্পিত হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এ সময় জড়িত সবার শাস্তি দাবি করেন তিনি।

ওসি মো. রাজিব খান বলেন, ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

যুগান্তর

Leave a Reply