গজারিয়ায় সংবাদকর্মী জসীমের শাস্তির দাবিতে মানববন্ধন

জমিদখল, চাঁদাবাজিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে মানহানি বক্তব্য প্রদানের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সংবাদকর্মী জসীম উদ্দিনকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে গজারিয়ার ভবেরচর এলাকার হাইওয়ে সংলগ্ন একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন পুরাতন বাউশিয়া এলাকাবাসী।

সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সংবাদকর্মী জসীম উদ্দিন দীর্ঘদিন যাবৎ অত্র এলাকার বিভিন্ন সন্মানিত ব্যক্তিদের সাংবাদিকতার ভয়ভীতি দেখিয়ে তাদের জায়গা দখল, টাকা আত্মসাৎ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে ২০১০ সাল থেকে। সেই সময় থেকেই এলাকাবাসী তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরের অভিযোগ করে আসছে। এতে তিনি জেল জরিমানাও দিয়েছে। তারপরেও সন্মানিত ব্যক্তিদের অসম্মান করা তিনি বন্ধ করেননি। ইতিপূর্বে সংবাদকর্মী জসীম বিষিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুর রহমান হারুন শিকদারের কাছে একটি কিন্টারগার্ডেন স্কুল প্রতিষ্ঠার জন্য ৫লাখ টাকা দাবি করে। কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানালে জসীম তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার করতে থাকে। গত ২০ মে ভবেরচর ফুটওভার ব্রীজের নিচে কে বা কারা তাকে মারধর করে সেই অপরাধীকে আড়ালে রেখে আমিনুর রহমান হারুন শিকদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এতে স্থানীয়া ক্ষুব্ধ হয়ে আজ সংবাদ সম্মেলন করেন। এরপর তারা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকা লেনে মানববন্ধন করেন। এরপর বিক্ষোভ মিছিল করে জসীমকে গ্রেফতারের দাবিতে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার তানেছ উদ্দিন, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, মুক্তিযোদ্ধা মোতালেব পাঠান, ইব্রাহিম মাস্টার, উপজেলা শ্রমিকলীগের একাংশ কমিটির সভাপতি হালিম প্রধান, সাধারণ সম্পাদক তুহিন, সমাজ সেবক হারুন চৌধুরী, নয়ন শিকদার, সাবেক মেম্বার খোরশেদ, ইব্রাহিম খলিল প্রমুখ।

অবজারভার

Leave a Reply