সদর উপজেলার রিকাবীবাজারে গরুর পঁচা মাংস বিক্রির অভিযোগে মোস্তাক আহাম্মেদ নামে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পচা-বাসি ১০০ কেজি গরুর মাংস জব্দ করা হয়।
মঙ্গলবার (৪ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হী ম্যাজিস্ট্রেট লিখন বনিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দীন আহম্মদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দিন আম্মদ বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী অসুস্থ গরু জবাই করে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এখানে মোস্তাক আহাম্মেদ মাংসের দোকানে এসে দেখতে পাই ফ্রিজের পঁচা-বাসি ভক্ষণ অযোগ্য গরুর মাংস বিক্রি করছে। এজন্য তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১০০ কেজি গরুর মাংস জব্দ করা হয়। পরে মাংসগুলো মাটিতে পুঁতে রাখা হয়। এছাড়াও এখানে একটি অসুস্থ গরু নিয়া আসা হয়েছিল জবাই করার জন্য। গরুটির প্রল্যান্সি ছিল। গরুটির চিকিৎসার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক বলেন, রিকাবিবাজারে পঁচা-বাসি গরুর মাংস বিক্রি করায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১’ এর ৪ (১), ৫(১), ৬, ৮ (১) ১৭ এর ২৪ (১) ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে পঁচা মাংস বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
নিউজজি
Leave a Reply