মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার চন্দনতলা এলাকা থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশের পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীরা জানান, সকালে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশের পরিত্যক্ত ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে সকাল ১০টার দিকে ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাতিমাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নীরু মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে লাশটি উদ্ধার করে। শনিবার রাতের যেকোনো সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ
Leave a Reply