মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় কোনো গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছেন বলে ধারণা পুলিশের।
স্থানীয়রা জানান, সোমবার (১০ জুন) সকালে সাড়ে ৭টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড থেকে গজারিয়া উপজেলা পরিষদগামী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক একেএম শামসুল হুদা সড়কের ভবেরচর ইউনিয়নের শ্রীনগর ঢালী বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি মৃতদেহ দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশটি উদ্ধার করে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানাতে পারবো।
দেশ রুপান্তর
Leave a Reply