শ্রীনগরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ

শ্রীনগরে একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ উঠেছে। উপজেলার হোগলাগাঁও হাজী সিরাজুল রহমান দারুচ্ছুন্নত দাখিল মাদ্রাসার আরবি শিক্ষক মো. ওবায়দুর রহমানের (৫৫) বিরুদ্ধে ওই মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্রী এসব অভিযোগ করেন।

ছাত্রীরা অভিযোগ করেন, ওবায়দুর রহমান স্যার ক্লাস চলাকালীন সময় বিভিন্ন অজুহাতে আমাদের গায়ে হাত দেয় ও অশ্লীল ভিডিও দেখিয়ে উত্যক্ত করে আসছেন।

দশম শ্রেণির এক ছাত্রী অভিযোগ করেন, ওবায়দুর রহমান স্যার অকারণেই গায়ে হাত দেন। মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে উত্যক্ত করার চেষ্টা করেন। তার বিষয়ে মাদ্রাসার অন্য শিক্ষকদেরও জানানো হয়েছে। কিছুদিন আগে মাদ্রাসায় ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী আমার ছোট বোনের সাথেও ওবায়দুর রহমান স্যার অসভ্যতা করেছেন। তাকে বলে জামার কামড় খাইলে মজা পাবা।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ওবায়দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি পরে কথা বলে এড়িয়ে যান। মোবাইল ফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে এই ব্যাপারে তার বক্তব্যের জন্য মোবাইল ফোনে ক্ষুদেবার্তা প্রেরণ করা হলেও ওবায়দুর রহমান কোন সারা দেননি।

হোগলাগাঁও হাজী সিরাজুল ইসলাম দারুচ্ছুন্নত দাখিল মাদ্রাসার সুপার আবুল বাশার তালুকদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে পুর্বেও এমন অভিযোগ পাওয়া গেছে। এখানে অবিবাহিত শিক্ষকও ছিল তাদের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ উঠেনি। আমি এখন দাপ্তরিক কাজে মুন্সীগঞ্জ যাচ্ছি পরে বসে কথা বলবো।

মাদ্রাসার গভর্নিং বডির এডহক কমিটির সদস্য আব্দুল সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওবায়দুর রহমানের বাহিরেও আরেক শিক্ষক সোনা মিয়ার বিরুদ্ধেও ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। তারা এমপিওভুক্ত শিক্ষক হওয়ায় কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী জানান, এ ব্যাপারে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।

অবজারভার

Leave a Reply