লৌহজংয়ে শাশুড়িকে হত্যা পুত্রবধূ গ্রেফতার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। ফায়ার সার্ভিস কর্মীরা পুকুর থেকে শাশুড়ি হোসনে আরা বেগমের (৪৫) লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই পুত্রবধূ লিমা আক্তারকে (২৪) গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার বৌলতলী ইউনিয়নের সুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হোসনে আরা স্থানীয় বাবুল শেখের স্ত্রী।

লিমার সঙ্গে হোসনে আরার কলহ চলছিল। বুধবার রাতে খাবার শেষে লিমা তার স্বামী প্রবাসী আরিফ শেখের বসতঘরে ঘুমাতে যান। রাত ১২টায় পুত্রবধূ-শাশুড়ি ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে দুজনেই ঘরের মাচা ভেঙে নিচে পুকুরে পড়ে যান। লিমা সাঁতরে ওপরে উঠতে পারলেও ডুবে যান হোসনে আরা। প্রতিবেশীরা লৌহজং ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এসে রাত ৩টায় হোসনে আরার লাশ উদ্ধারে সক্ষম হন।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, হোসনে আরার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যুগান্তর

Leave a Reply