টঙ্গীবাড়ীতে মোজাম্মেল শেখ (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার উপজেলার সোনারং গ্রামের শেখবাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে ওই গ্রামের বাবুল শেখের ছেলে।
মোজাম্মেল শেখের ভাই ওয়াহিদ শেখ জানান, রাতে খাবার খেয়ে ঘরের ভিতর একা ঘুমিয়েছিল মোজাম্মেল। সকালে তার ঘরে গিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি টঙ্গীবাড়ী থানা পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোজাম্মেল থ্রি ফায়ার গেমস খেলায় আসক্ত ছিল। তবে কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা কেউ বলতে পারছে না।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
যুগান্তর
Leave a Reply