মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।
এ সময় মুন্সীগঞ্জের লঞ্চঘাটের ঐতিহ্যবাহী মইজুদ্দির খাবার হোটেল ও বাল্কহেড মালিক সমিতির কার্যালয়সহ অর্ধশতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ১০৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে বুধবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করেন তারা। দুপুর ২টা পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগামীকাল দ্বিতীয় দিনের মতো পূনরায় উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানান তিনি।
তবে উচ্ছেদ অভিযান শুরুর আগেই অনেকের অস্থায়ী স্থাপনা ও দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার।
দেশ টিভি
Leave a Reply