রাহমান মনি: জাপান প্রবাসীদের দ্বারা পরিচালিত সর্ব বৃহৎ আঞ্চলিক সংগঠন মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান প্রতি বছরের মতো এবছরও অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৪ অত্যন্ত সফল্ভাবে সম্পন্ন হয়েছে।
মিসাতো পার্কে সর্বস্তরের প্রবাসীদের সাথে বাংলাদেশ রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ এর নেতৃত্বে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বপরিবারে জড়ো হয়েছিলেন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। সাথে যোগ দিয়েছিলেন স্থানীয় জাপানীরা সহ অন্যান্য দেশের সুহৃদরা ।
সোসাইটির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয় ।
এদিন আয়োজন এলাকায় পরিনত হয়েছিল ছোট্ট একখন্ড বাংলাদেশে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির চিরাচরিত আবহমান কালের বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান এর সাথে যোগ হয়েছিল জাপানের শিনতো কিংবা কারো কারোর ভাষায় ধর্মহীন বা ফ্রিরাও।
মূলত পবিত্র ঈদুল আজহার মাহাত্ম্য সকলের সঙ্গে সমান ভাগে ভাগ করে নেয়ার জন্য মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান কোরবানির মাংসে আপ্যায়নের মাধ্যমে সমস্ত জাপান প্রবাসীকে একত্রিত করে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে ‘ঈদ পুনর্মিলনী ’ নামে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ইসলাম ধর্মালম্বীদের ঈদ উৎসব হলেও উৎসবের আমেজে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান জানিয়ে আপ্যায়নের ম্যানুতেও বৈচিত্র্য রাখা হয়েছিল ।
৩০ জুন রোববার টোকিওর অদূরে সাইতামা প্রিফেকচারের মিসাতো সিটির সবুজে ঘেরা এবং লেক সংলগ্ন মিসাতো পার্কের নির্মল খোলা উদ্যানের মনোরম পরিবেশে এবারের ঈদ আনন্দ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
দুপুর ১২.৩০ থেকে শুরু হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া থাকলেও সকাল ১০টা থেকেই লোক সমাগম শুরু হতে থাকে। বেলা ১.৩০ এর সময় সংগঠনের সভাপতি বাদল চাকলাদার এবং সাধারন সম্পাদক এমডি, এস ইসলাম নান্নু সবাইকে স্বাগত ও ঈদ শুভেচ্ছা জানান। এছাড়াও রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্যের পর প্রধান আকর্ষণ কোরবানির মাংসে ঈদ আপ্যায়ন পর্বের সূচনা ঘোষণা করেন। বিক্রমপুরের ঐতিহ্যে সবাইকে আপ্যায়ন করানো হয়।
এরপর শুরু হয় বিভিন্ন বিনোদন পর্ব
পরিচালনা করেন কামরুল আহসান জুয়েল
বিকেলে তরমুজ খাওয়ার পর্বটি ছিল বোনাস আকর্ষণ। এমন সুস্বাদু তরমুজ অনেকদিন মনে রাখবেন অতিথিরা।
সবশেষে সভাপতি বাদল চাকলাদার সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।
rahmanmoni@gmail.com
Leave a Reply