আখ চুরির অভিযোগে শিশুকে গাছে ঝুলিয়ে নির্যাতন

নাসির উদ্দিন উজ্জ্বল: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়লের পূর্ব নিতীরা গ্রামে মো. সিয়াম (১২) নামে এক শিশুকে গাছের সঙ্গে ঝুলিয়ে বেদম প্রহারের অভিযোগ উঠেছে। এরইমধ্যে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৪টার দিকে ওই শিশুকে গাছের সঙ্গে ঝুলিয়ে এই নির্যাতন চালায় করিম মাদবর (৫৯)।

নির্যাতিত সিয়াম সোনারং গ্রামের টুকু সরদারের ছেলে। বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ায় এবং মা শিউলি আক্তারের অন্যত্র বিবাহ হওয়ায় নানা মো. মান্নান শেখের কাছে পূর্ব নিতীরা গ্রামেই বসবাস করেছে সিয়াম। সে নিতীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানায়, রিয়াদ, রনি, রাশিদুল নামের তিন শিশু-কিশোর করিম মাদবরের ক্ষেতের আখ খায়। কিন্তু সন্দেহের ভিত্তিতে সিয়ামকে ধরে এনে এর শাস্তি হিসেবে গাছে ঝুলিয়ে অমানবিক নির্যাতন চালায়।

সিয়ামের চাচা ডা. আলমগীর সর্দার বলেন, ‘যারা আখ চুরি করছে তাদের না ধরে আমার ভাতিজা এতটুকু শিশুকে আম গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন চালায়।’

নির্যাতনকারী মো. করিম মাদবরের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ওয়ার্ড মেম্বার তোফাজ্জল হোসেন জানান, বাচ্চাটি নির্দোষ, একটি অমানবিক কাজ করেছে করিম মাদবর।

আড়িয়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দুলাল হালদার বলেন, ‘এমন অমানবিক কর্মের সঙ্গে জড়িতদের কঠিন শাস্তি হওয়া দরকার। এ নিয়ে পুলিশ কাজ করছে।’

সময় সংবাদ

Leave a Reply