শিক্ষার্থীদের কেউ এসেছে অভিভাবকের সঙ্গে, কেউ–বা বন্ধুদের সঙ্গে জোট বেঁধে। উপস্থিত শিক্ষার্থীরা সবাই এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। আজ শনিবার সকালে মুন্সিগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের জন্য সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল নয়টায় শুরু হয় আয়োজনের আনুষ্ঠানিকতা।
তবে সাড়ে আটটার পর থেকেই শিক্ষার্থীরা উৎসবস্থলে আসতে শুরু করে। একে অপরকে কাছে পেয়ে সহপাঠী-বন্ধুদের মধ্যে যেন উচ্ছ্বাসের শেষ নেই। পরস্পরকে জড়িয়ে ধরা এবং মুঠোফোনে স্মৃতি ধরে রাখতে সেলফি তোলার পর্বও চলে। এ উৎসবে অংশ নিতে জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে এই জিপিএ-৫ উৎসব।
অনুষ্ঠানে অংশ নিতে ৩৫ কিলোমিটার দূরের উপজেলা গজারিয়ার মধ্যবাউশিয়া থেকে মেয়ে তাবাসসুম তাসনিন ও তার বন্ধু আঁখিকে সঙ্গে নিয়ে এসেছেন ফেরদৌসী লিজা বেগম। তিনি বলেন, ‘সকাল সাতটায় রওনা দিয়ে সাড়ে আটটায় অনুষ্ঠানস্থলে পৌঁছেছি। খুবই ভালো লাগছে। আয়োজনটি কিছুতেই হারাতে চাইনি। আমরা অনেক আনন্দিত। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ জোগাবে।’
পরীক্ষার পরে বন্ধুদের সঙ্গে আর দেখা হয়নি। আজ সবার সঙ্গে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে।
খাদিজা জামান, সম্মাননা পাওয়া শিক্ষার্থী
মিলনায়তনের বাইরে দাঁড়িয়ে ছিল খাদিজা জামান। সে এবার শ্রীনগরের হোসেন আলী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। খাদিজা বলে, ‘পরীক্ষার পরে বন্ধুদের সঙ্গে আর দেখা হয়নি। আজ সবার সঙ্গে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে।’
সকাল নয়টায় আয়োজনের শুরুতে নির্দিষ্ট বুথের সামনে দাঁড়িয়ে ক্রেস্ট ও স্ন্যাকস সংগ্রহ করে শিক্ষার্থীরা। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় আয়োজনের মূল পর্ব। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জেলার ১০ গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার কথা রয়েছে।
সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপার (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশনের বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।
প্রথম আলো
Leave a Reply