মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এসময় হামলায় ২০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে জাহিদ ও বাদলকে ঢাকা মেডিকেল হাসপাতাল ও রোহানকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার ও সিমেন্ট কোম্পানির পরিত্যক্ত মালামালের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের স্থানীয়নেতা রহিম ও আবুল হোসেন গ্রুপের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সন্ধ্যায় পাশের নারায়ণগঞ্জ এলাকায় সংঘাতে জড়ায় দুই পক্ষ। এর জেরে শনিবার দুপুর ১২টার দিকে আবুল হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রহিম পক্ষের এলাকা হামলা চালায় আবুল পক্ষের লোকজন।
ভুক্তভোগীরা জানায়, হামলার সময় দোকানপাটে লুটপাট করে হামলাকারীরা। এসময় বাঁধা দিলে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় জাহিদ, বাদল ও দোকানদার রোহান। গুরুত্ব অবস্থায় জাহিদ ও বাদলকে ঢাকায় নেওয়া হয়।
আহত জাহিদের মা মিতু বেগম বলেন, আমার ঘরের দরজা ভাইঙ্গা ৫০-৬০জন হামলা করছে। আমার পোলা জীবন বাঁচাইতে ঘরের মধ্যে পলাইছে। তাকে ঘরে ঢুইকা ইচ্ছে মত কোপানো হইছে। ঘরের যা কিছু আছিলো লুটপাট করে নিছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) মোজাম্মল হক বলেন, আধিপত্য বিস্তারের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনোপক্ষের লিখিত অভিযোগ পাইনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম
Leave a Reply