মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার ষোলঘর ফুলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ধাক্কা দেওয়া ট্রাক চালকের সহকারি ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তার নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের শ্রীনগর স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকালে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি একই লেনে মাওয়ার অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে তারা ষোলঘর এলাকায় পৌঁছালে বড় একটি ট্রাকের পেছনে ছোট ট্রাকটি ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের বা পাশে বসা চালকের সহকারি দুই ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
অবজারভার
Leave a Reply