সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কে রোলার চাপায় পল্লি চিকিৎসক নিহত

মুন্সিগঞ্জে সড়কের নির্মাণকাজ চলাকালীন রোলার চাপায় মিজানুর রহমান ব্যাপারী (৫০) নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকার লালমিয়া ব্যাপারীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত মিজান বাইসাইকেলে করে সিপাহীপাড়া থেকে সুখবাসপুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন।

এ সময় পথিমধ্যে অসাবধানতাবশত রাস্তা পারাপার হতে গিয়ে নির্মাণাধীন মুক্তারপুর-ছনবাড়ী সড়কের প্রশস্তকরণের কাজে ব্যবহৃত রোলারে নিচে বাইসাইকেলসহ চাপা পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের হাঁতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া জানান, নিহতের মরদেহ ঘটনা স্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত ব্যক্তি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢাকা মেইল

Leave a Reply