ভাঙন থেকে বাঁচতে সরছেন তারা

কাজী সাব্বির আহমেদ দীপু: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারসহ আশপাশের এলাকায় পদ্মায় ভাঙন শুরু হয়েছে। হুমকির মুখে পড়েছে দিঘিরপাড় বাজার। গত চার দিনে বাজারের ১৫টি দোকানঘর পদ্মায় বিলীন হয়েছে।

জানা গেছে, ভাঙনের কবল থেকে রক্ষা পেতে নদী তীরবর্তী একাধিক দোকানঘর অন্যত্র সরিয়ে ফেলতে ব্যস্ত ব্যবসায়ীরা।

গত শুক্রবার দিঘীরপাড় বাজারে গিয়ে দেখা যায়, বাজার লাগোয়া নদীতে তীব্র ঘূর্ণি স্রোত বয়ে যাচ্ছে। স্রোত এসে নদীর তীরে আঘাত করছে। এতে করে বাজারের ভিটে-মাটি নদীতে ভেঙে পড়ছে। এদিন বাজার ঘাটের পশ্চিম পাশ থেকে পূর্বদিকের ২০০ মিটারের মধ্যে ভাঙনের এ চিত্র দেখা যায়। ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে বাজারের কামারপট্টির একাধিক দোকানের ভিটা। কয়েকটি আড়তের আংশিক ভেঙে পড়েছে।

পদ্মার ভাঙন থেকে রক্ষা পেতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজার থেকে দোকান সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। শুক্রবার তোলা সমকাল

স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা জানান, ৩০ বছরেরও বেশি সময় ধরে টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে ভাঙন চলছে। ভাঙনে দক্ষিণ মূলচর, মিতারা, হাইয়ারপারের কয়েকশ বাড়িঘর, মসজিদ, আবাদি জমি বিলীন হয়েছে। মুন্সীগঞ্জ জেলার এক সময়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজারটিরও অন্তত ২০০ মিটার বিলীন হয়েছে। তিন বছর আগে ভাঙন তীব্র ছিল। সে সময় বাজারের পাশ দিয়ে জিওব্যাগও ফেলা হয়। এরপর ভাঙন বন্ধ করতে ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধের প্রকল্প হাতে নেওয়া হয়। চলতি বছরে বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও দৃশ্যমান কাজ শুরু হয়নি।

বর্ষা মৌসুমের মাঝামাঝি সময়ে গত এক সপ্তাহ ধরে নদীর পানি বেড়েছে। তীব্র স্রোত শুরু হয়েছে। এর ফলে বাজারের পাশ দিয়ে ফেলা জিওব্যাগ সরে গেছে। গত বৃহস্পতিবার সকালে ভাঙনে কামারপট্টির গৌতম মণ্ডল, দিলীপ মণ্ডল, অনিল মণ্ডল, কালু মণ্ডল, সুনীল মণ্ডলদের দোকান বিলীন হয়ে গেছে। এ ছাড়া নজির হালদার নামে এক ব্যবসায়ীর ৬টি, আলমেছ বেপারি ও ওলি বেপারির দুটি দোকান নদী গ্রাস করেছে। বাঁধ নির্মাণের দায়িত্ব পাওয়ার পর থেকে ঠিকাদার ধীরগতিতে কাজ করছেন। তাঁর গাফিলতির কারণে পুরো বাজারটি ভাঙন ঝুঁকিতে পড়েছে।

ভাঙনের শিকার অনিল মণ্ডল বলেন, ‘আমরা গরিব মানুষ। কামারের কাজ কইরা খাই। নদীর পাড়েই আমাগো দোকান ছিল। আইজকা (শুক্রবার) নদীতে ভাইঙ্গা নিলো। সময়মতো বান্দের (বাঁধের) কাজ শেষ হইলে এমুন অইত না। অনে কই দোকানঘর করমু, আর কিইরা আমাদের সংসার চলামু!’ একই আক্ষেপ কালু মণ্ডল, সুনীল মণ্ডলদের।

দিঘিরপাড় গ্রামের আলমেছ বেপারি ও ওলি বেপারি নামে দুই ভাই বলেন, ৮ বছর আগে নিজেদের সর্বস্ব বিক্রি করে ১২ লাখ টাকায় দুটি দোকান কিনে ব্যবসা করছিলেন। দোকানের আয় দিয়ে দুই ভাইয়ের ১৩ জনের সংসার চলছিল। এর মধ্যে তাদের দোকান ভাঙনের কবলে পড়ায় দোকানে থাকা মালামাল, টিন, বেড়া সরিয়ে নিয়েছেন।

মলিন মুখে আলমেছ বেপারি বলেন, তাদের এখানে স্থায়ী বাঁধ হবে সেই ভরসায় ছিলেন। বাঁধ হলো না। কয়েক দিন আগে থেকে যদি বালুর বস্তা ফেলে ভাঙন আটকানোর ব্যবস্থা করা হতো, তাহলে দোকানগুলা রক্ষা পেত। দোকান হারিয়ে এখন তাদের পথে বসার অবস্থা।

জানা যায়, পদ্মার ভাঙনরোধে ২০২২ সালের মে মাসে লৌহজং উপজেলার খড়িয়া থেকে টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজার পর্যন্ত পদ্মার বাম তীরের ৯ দশমিক ১০ কিলোমিটার অংশে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় ৪৪৬ কোটি টাকা। কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েক ভাগে এ বাঁধ নির্মাণকাজের দায়িত্ব পায়। তাদের মধ্যে সিগমা ইঞ্জিনিয়ারিংকে দিঘিরপাড় অংশের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা। তবে এখনও কাজ শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি। এমনকি এখনও কোথাও ব্লকও ফেলা হয়নি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সিগমা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপক মোশাওয়ার হোসেন জানান, ব্লক তৈরির জন্য যে পরিমাণ জায়গা দরকার ছিল, তারা সময়মতো সেই জায়গা পাননি। এজন্য ব্লক তৈরি করতে পারেননি। জায়গা ভাড়া নিয়েছেন। ব্লক তৈরির কাজ চলছে। আগামী বছর জুন পর্যন্ত সময় বাড়িয়েছেন। সে সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করা হবে।

তবে বাঁধের স্থায়ী কাজের সময় এখনও বাড়ানো হয়নি বলে জানান মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের সময় বাড়াতে আবেদন করেছে। যেহেতু বর্ষাকাল, পানি না কমা পর্যন্ত ব্লক ফেলা যাবে না। সেজন্য প্রকল্পের সময় বাড়ানো হতে পারে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ফেলার কার্যক্রম চলছে। দু-এক দিনের মধ্যে জিওব্যাগ ফেলার কাজ শুরু হবে।

সমকাল

Leave a Reply