শ্রীনগরে আ.লীগ নেতা রমিজউদ্দিনের ওপর হামলায় প্রতিবাদ সভা

শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী রমিজউদ্দিন বেপারীর (৭৫) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে ডাকবাংলো মার্কেটে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. মাসুম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ মিঠুন, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লন্ঠু, আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সিকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবলীগ নেতা সোহেল রাজ, মো. মামুন শেখ, মো. সোহেল, শ্রমিকলীগ নেতা সোহেল শাহরিয়া, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রমিজউদ্দিন বেপারীকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে সন্ত্রাসীরা হামলা করে। হামলরা তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডাকবাংলো মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

উল্লেখ, গত ১৪ জুলাই বিকালে ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রণের জের ধরে শ্রীনগর বাইপাম এলাকায় পাটভোগের কামারখোলা গ্রামের ফয়সালের নেতৃত্বে সন্ত্রাসীরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজউদ্দিন বেপারীসহ ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাত্ব জখম করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত অভিযুক্ত ১০ আসামীকে গ্রেফতারের পর মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছে শ্রীনগর থানা পুলিশ।

অবজারভার

Leave a Reply