কোটা সংস্কার আন্দোলন ঘিরে মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুই থানায় তিনটি মামলা করেছে পুলিশ। নাশকতার অভিযোগে ৯২ জনের বিরুদ্ধে করা এসব মামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ জানায়, পদ্মা সেতু উত্তর থানা একটি ও মুন্সীগঞ্জ সদর থানায় দুটি মামলায় ৯২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত অনেক ব্যক্তিকে আসামি করা হয়। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
পদ্মা সেতু উত্তর থানার ডিউটি অফিসার এসআই মাহমুদা আক্তার বলেন, ‘গত ১৭ জুলাই পদ্মা সেতুর টোলপ্লাজার সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে ৫০ জনকে আসামি করে মামলা করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।’
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, গত ২০ জুলাই মুক্তারপুর সড়কের নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বালুর বস্তা ফেলে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছে পুলিশ। ২৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে খালইস্ট এলাকায় ৮-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়। উভয় মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। এসব মামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।’
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ‘পুরোনো কয়েক মামলায় অভিযান চালিয়ে ২০ জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৬২ জনকে গ্রেফতার করা হয়। নতুন তিন মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।’
বাংলা ট্রিবিউন
Leave a Reply