টঙ্গিবাড়ীতে কামড় খেয়ে রাসেলস ভাইপার সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে রাসেলস ভাইপারের কামড়ে আহত হয়েছেন রেনু বেগম (৫০) নামে এক নারী। পরে মৃত রাসেলস ভাইপার হাতে করে হাসপাতালে ছুটে আসেন তিনি।

বুধবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়নের পদ্মা তীরের আটিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রেনু বেগমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, রেনু বেগম ক্ষেত থেকে পাট তুলে গুছে আকারে বাঁধছিলেন। এ সময় পাটের গুছের ভেতরে থেকে হঠাৎ করে একটি রাসেলস ভাইপার বের হয়ে এসে তার বাম পায়ের গোড়ালিত কামড়ে দেয়। পরে লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন তিনি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।

ইত্তেফাক

Leave a Reply