মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের আলাদা দুটি গ্রামের মানুষ ৩০ বছর ধরে কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করে আসছে। বর্ষা এলেই বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়ে রাস্তা দুটি। এতে দুর্ভোগে রয়েছে দুই গ্রামের হাজারো মানুষ। বয়রাগাদীর কুমারখালী ও বাহেরঘাটা গ্রামের আড়াই কিলোমিটার কাঁচা রাস্তায় যাতায়াতে এমনই ভোগান্তির চিত্র পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, কুমারখালী গ্রামের জলিল মাতবরের বাড়ি থেকে মিনার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার ও বাহেরঘাটা গ্রামের বাহেরঘাটা সেতু থেকে বড় পাউলদিয়া পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তা জুড়েই কর্দমাক্ত ও ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক কিংবা মোটরবাইকে যাতায়াত করা তো দূরের কথা, এখন হেঁটে চলাচলও করা যাচ্ছে না।
এদিকে, প্রায় আড়াই যুগের কাঁচা রাস্তা দুটিতে ইট বিছানো কিংবা পিচ ঢালাই করার দাবি জানিয়ে আসছেন গ্রামবাসী। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে করা তাদের সেই দাবি কোনোভাবেই যেন পূরণ হচ্ছে না। এতে সারা বছর কাঁচা রাস্তায় ধুলোবালি গায়ে মেখেই যাতায়াত করে আসছেন গ্রামবাসী। কিন্তু বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে কাঁচা রাস্তায় যাতায়াতে নেমে এসেছে চরম দুর্ভোগ। বৃষ্টির পানিতে কাদামাটি একাকার হয়ে কর্দমাক্ত রূপ নেওয়ায় এখন চলাচল করা যাচ্ছে না হেঁটেও।
কুমারখালী গ্রামের ‘কুমারখালী একতা যুব সংঘ’ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘জন্মের পর বোঝার বয়স থেকেই দেখে আসছি আমাদের গ্রামের কাঁচা রাস্তাটি চলাচলে অনুপযোগী। শৈশব-কৈশোর পেরিয়ে এসেছি, অথচ যে কাঁচা রাস্তা, তাই-ই রয়ে গেছে। পিচ ঢালাই রাস্তা কবে হবে জানি না। অন্তত ইটের সলিং করে যদি দিত, তবে বর্ষায় দুর্ভোগ কমত।’
বাহেরঘাটা গ্রামের মো. আশিক বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদাপানিতে একাকার হয়ে ওঠে। আর ভারী বর্ষণ হলে রাস্তা তলিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় ছোট-বড় গর্তের। ৩০ বছর ধরে কর্দমাক্ত এই রাস্তা দিয়ে হাঁটাচলা আমাদের। তাই জনপ্রতিনিধিদের কাছে দাবি, পিচ ঢালাই না হোক, অনন্ত ইটের সলিং করে কাঁচা রাস্তার দুর্ভোগ থেকে আমাদের বাঁচানো হোক।’
বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান বলেন, ‘বাহেরঘাটা সেতু থেকে বড় পাউলদিয়া প্রধান সড়ক পর্যন্ত কাঁচা রাস্তায় চলাচল করা যাচ্ছে না। বর্ষায় বৃষ্টির পানিতে কাদামাটিতে একাকার হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে খানাখন্দ রয়েছে। তাই রাস্তাটি উন্নয়নের ব্যবস্থা করা দরকার। এ ছাড়া কুমারখালী গ্রামের রাস্তাটিও কর্দমাক্ত হয়ে উঠেছে। রাস্তার উন্নয়নে উপজেলা সমন্বয় সভায় বারবার বলেছি। এ ছাড়া মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের কাছে রাস্তা পাকাকরণের প্রকল্প জমা দিয়েছি। আশা করছি, শিগগিরই প্রকল্প পাস হবে।’
এ ব্যাপারে উপজেলা এলজিইডির প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, ‘কাঁচা রাস্তার বিষয়ে আমাকে আগে কেউ জানায়নি। এখন যেহেতু শোনলাম, জনগণের যাতায়াতের স্বার্থে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’
দেশ রুপান্তর
Leave a Reply