মুন্সিগঞ্জ থানা-পৌরসভা পরিষ্কারে শিক্ষার্থীরা

মুন্সিগঞ্জে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগে ধ্বংসস্তুপে পরিণত হওয়া মুন্সিগঞ্জ সদর থানা ও পৌরসভা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। আজ শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর থানা পরিস্কার কার্যক্রম শুরু করেন সাধারণ শিক্ষার্থী।

এসময় পুড়ে যাওয়া নথিপত্রসহ থানাকে ধুয়েমুছে পরিষ্কার করে তারা। এই কাজে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। দেশ পরিচ্ছন্নতার কাজে উৎসাহের সাথে কাজে যোগ দেয় তারা।

এদিকে একই সময় মুন্সিগঞ্জ শহীদ মিনার ও মুন্সিগঞ্জ পৌরসভা পরিষ্কার শুরু করে শিক্ষার্থীদের অপর আরেকটি দল। ৩ তলা বিশিষ্ট ভবটির ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু করে অর্ধশতাধিক শিক্ষার্থী। ছাত্রদের সাথে সমানতালে অংশ নেয় ছাত্রীরাও।

জেলা স্কাউটের সম্পাদক এড. মজিবুর রহমান শেখ জানান, স্কাউট রোবট ও সাধারণ শিক্ষার্থীসহ প্রায় ৩ শতাধিক সেচ্ছাসেবী এই কাজে যুক্ত রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এসব প্রতিষ্ঠান দ্রুত চালু হওয়া দরকার। তাই আমরা সকলে পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি। পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর মুন্সিগঞ্জের এই দুটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খোলা কাগজ

Leave a Reply