মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ক্রয়কৃত জমি দখলে নিতে জমির মালিক ও তার ছেলেকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নটির মালিপাথর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হাজী মো.আওলাদ হোসেন মাতবর (৫০) তার ছেলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মো. জিদান (১৩)। এ ঘটনায় মূল অভিযুক্ত হলেন মো.শাহজালাল মাতবর।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে আওলাদ হোসেন তার প্রতিবেশী আব্দুল মোতালের কাছ থেকে ৩ শতাংশ জমি ক্রয় করেন। সে জমি দখল বুঝিয়ে দেয়ার পর কয়েক বছর আগে মোতালেব মারা যান।
মোতালেব মারা যাওয়ার পর এই জায়গা নিজের দাবি করে মোতালেবের বড় ভাই শাহাজালাল প্রায় সময় আওলাদকে ভয়-ভীতি দেখিয়ে তাদের জায়গা দখল নেয়ার চেষ্টা করতো। এ নিয়ে গত ৩রা জুন পঞ্চসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিচার সালিশ হয়। পরে আওলাদ হোসেনদের জায়গা বুঝিয়ে দেয়া হয়। তবে বিষয়টি মেনে নেননি শাহজালালরা। মঙ্গলবার আওলাদ তার জায়গা থেকে গাছ কাটতে গেলে শাহজালালরা হামলা চালিয়ে আওলাদ ও তার ছেলেকে পিটিয়ে আহত করে।
আওলাদ হোসেন বলেন, মঙ্গলবার আমি আমার জায়গা থেকে গাছ কাটতে গেলে সে সময় দখলের উদ্দেশ্যে শাহজালাল, তার ছেলে রিপু, ও তাদের লোকেরা আমাকে আর আমার ছেলেকে মারধর করে গলা থেকে স্বর্ণের চেইন, পকেট থেকে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়।
আমি ঘটনাটি সেনাবাহিনীকে জানিয়েছি। তবে মারধরের ঘটনাটি অস্বীকার করেছেন শাহ জালাল। তিনি বলেন, আওলাদ ও তার ছেলে উল্টো আমাদের মেরেছে। জায়গা নিয়ে ইউপি কার্যালয়ে অভিযোগ চলমান আছে।
তবে পঞ্চসার ইউপি সচিব মো. রুহুল আমিন সবুজ বলেন, জমির বিষয়টি নিয়ে শাহজালাল পক্ষ ইউনিয়নের গ্রাম আদালতে অভিযোগ করেছিলেন। আমরা ও আমাদের জনপ্রতিনিধিরা সমস্ত কাগজপত্র দেখেছি। আওলাদ পক্ষের মধ্যে কোনো ত্রুটি ছিল না। আমরা আওলাদ হোসেনকে বিধি মোতাবেক তার জমি বুঝিয়ে দিয়েছি। শাহজালালের বিরোধ ছিল তার ভাইবোনদের সঙ্গে, তাকে তার ভাইবোনদের সঙ্গে সমঝোতা করতে বলা হয়েছিল।
মানবজমিন
Leave a Reply