মুন্সীগঞ্জে উদ্ধার হওয়া অস্ত্র-গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর

গত ৫ আগস্ট মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া ১৪০টি অস্ত্র ও ৩ হাজার ৯৩৪ রাউন্ড বিভিন্ন প্রকার গোলাবারুদ এবং বিভিন্ন সরকারি সরঞ্জাম সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার শেষে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

গতকাল মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের মাধ্যমে মুন্সীগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে ওই অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম সাংবাদিকদের উপস্থিতিতে পিএসসি অধিনায়ক (১৯ বীর) লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানের কাছে হস্তান্তর করেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলে মুন্সীগঞ্জ সদর থানা ও ফাঁড়িতে হামলা করে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়।

ব.ম শামীম/এনএফ

Leave a Reply