মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে আটক-৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ জনকে আটক ও তিনটি ড্রেজার জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (২১ আগষ্ট) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চালায় সেনাবাহিনী।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম মোস্তফা এ খবর নিশ্চিত করেন। জানা যায়, গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ার সীমানা ঘেঁষে মেঘনা নদীতে একটি মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ বালু উত্তোলন করে আসছিল দীর্ঘদিন ধরে। গ্রাম ঘেষে মেঘনা নদী থেকে বালু উত্তোলনে হুমকির মুখে পড়ে এলাকার রাস্তা ঘাট, জমি, গাছ পালা ও বিভিন্ন স্থাপনা। এ নিয়ে বিভিন্ন দপ্তরে স্থানীয়রা অভিযোগ দিয়েও তারা বালু খেকোদের অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পারে নাই। সম্প্রতি গজারিয়া থানায় অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা। মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধ করতে স্থানীয়রা সেনাবাহিনীর সহযোগিতা চান।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, আটককৃতদের সন্ধ্যায় নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সবাই জব্দকৃত ড্রেজারের কর্মচারী। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশ টিভি

Leave a Reply