মুন্সীগঞ্জের ৭ থানার অফিসার ইনচার্জ বদলি

মুন্সীগঞ্জ জেলার ৭ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ফিন্যান্স) অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম ও গজারিয়া থানার ওসি মো. রাজিব খানকে রাজশাহীর সারদার পুলিশ একাডেমিতে, টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলীকে ময়মনসিংহ রেঞ্জের শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, লৌহজং থানার ওসি খোন্দকার ইমাম হোসেনকে এপিবিএনে, সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলামকে নেত্রকোনার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, শ্রীনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরকে শিল্পাঞ্চল পুলিশে এবং পদ্মা সেতু উত্তর থানার ওসি মো.আসাদুজ্জামানকে নোয়াখালীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলী করা হয়েছে।

তবে মুন্সীগঞ্জের এই সাতটি থানার নতুন ওসিদের এখনও পদায়নের তথ্য পাওয়া যায়নি। তবে দায়িত্বশীল সূত্র জানিয়েছে ২/১ দিনের মধ্যেই নতুন ওসি মুন্সীগঞ্জের সবকটি থানায় পদায়ন করা হবে। নতুন ওসিদের কাছে দায়িত্ব হস্তান্তর করার পরই মুন্সীগঞ্জের ৭ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) গণ নতুন কর্মস্থলে যোগদান করবেন।

যাযাদি

Leave a Reply