মুন্সীগঞ্জে খাবার হোটেল লুট : আ.লীগ-ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুবদল নেতার একটি খাবার হোটেল ভাঙচুর ও লুটতরাজের ঘটনায় ৩৩ জনকে এজাহারনামীয় আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৫০ থেকে ৬০ জনকে। মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমদ বাদী হয়ে এ মামলা করেন।

বৃহস্পতিবার রাতে মামলাটি নথিভুক্ত করেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম।

মামলা নথিভুক্ত হওয়ার আগেই আসামিদের কাছে খবর চলে যায় বলে মামলার বাদী শহরের দক্ষিণ যোগিনীঘাট গ্রামের জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমদ অভিযোগ করেন।

মামলায় প্রধান আসামি হলেন- মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি আফসারউদ্দিন ভুইয়া আফসু। এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য আসামি হয়েছেন মুন্সীগঞ্জ শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়া, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগর, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল, পূর্ব শিলমন্দির শিপলু, মুছা, শাওন, দক্ষিণ কোর্টগাঁও গ্রামের সন্ত্রাসী দুই ভাই গোলাম মোস্তফা হিমেল, মো. রাফি, রাতুল, নিরব, চাক্কু মিলন, মানিক উত্তর কোর্টগাঁও গ্রামের বাপ্পি, তারজিয়ান।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেল ৫ টার দিকে মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমদ-এর মালিকানাধীন সবুজ ছায়া হোটেল এন্ড রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটতরাজ করে মামলার আসামিরা। হোটেলের ক্যাশবাক্স থেকে নগদ দেড় লাখ টাকা লুট করে হোটেলের ৫ টি এসি, ২ টি ওয়ালটন ফ্রিজ, ১২ টি সিলিন ফ্যান, ৩৫ কেজি ওজনের ১০ টি সিলিন্ডার গ্যাস, ১ টি কাবাব মেশিন, ১ টি ওভেন, ১ টি কফি মেশিন লুট করে নিয়ে হোটেলের গ্লাস, প্লেট, চেয়ার টেবিল কাপ-পিরিচসহ সকল আসবাবপত্র ভাঙচুর করে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে মুন্সীগঞ্জ সুপার মার্কেট সংলগ্ন এলাকায় আওয়ামীলীগ-ছাত্রলীগ ছাত্র-জনতার ওপর দিনভর গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তিনজন বিএনপি কর্মীসহ কয়েকজন খুন ও দুই শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়। একইদিন বিকেলে যুবদলের এই সাবেক নেতার খাবার হোটেলে লুটতরাজ করে সন্ত্রাসীরা।

অবজারভার

Leave a Reply