সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৩ পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
এসময় তিনি ৩ পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ হতে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন।
পরে তিনি বলেন, ‘নিহতের পরিবারগুলোকে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসন থেকে পৃথকভাবে সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সরকারি প্রতিষ্ঠানের যেসব সুযোগ-সুবিধা রয়েছে যেমন বয়স্কভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা বৃত্তিসহ আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে। এছাড়া পড়ালেখা বা চাকরিক্ষেত্রেও তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
জেলা প্রশাসক বলেন, ‘রাষ্ট্রীয়ভাবেও তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা জেলা পর্যায় থেকেও সকল ধরনের সহযোগিতা করতে চাই।’
এসময় উপস্থিত ছিলেন, নিহত সজল মোল্লার (৩০) পিতা আলী আকবর মোল্লা ও ছোট ভাই সাইফুল ইসলাম, নিহত রিয়াজুল ফরাজীর (৩৮) স্ত্রী রুমা বেগম ও নিহত নুর মোহাম্মদ ওরফে ডিপজলের (১৯) মা রুমা খাতুন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,
প্রেসক্লাবের সহ-সভাপতি গেলজার হোসেনসহ অন্যান্য সাংবাদিক।
দেশ টিভি
Leave a Reply