মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের প্রায় দেড়কিলোমিটার কাচা রাস্তায় কয়েক দিনের বৃষ্টিতে কাদা মাটি জমে বেহাল দশা হয়ে পড়েছে। এতে জমে থাকা পানি আর পিচ্ছিল কাদা মাটি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এর ফলে দ্রুত রাস্তাটি ইটের সলিং করার দাবি জানিয়েছেন বাসাইল গ্রামবাসী।
বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে উপজেলার বাসাইল ইউনিয়নের বাসাইল গ্রামের নজরুল ইসলামের দোকান থেকে নুরে মদিনা জামে মসজিদ (টিনের মসজিদ) পর্যন্ত প্রায় দেড়কিলোমিটার কাচা রাস্তাটি কয়েক দিনের বৃষ্টিতে কাদা মাটি জমে বেহাল দশার চিত্র দেখা গেছে।
কাদার কারণে এই রাস্তায় কোনো রিকশা-অটোরিকশা গাড়ি আসতে চায় না। জরুরি প্রয়োজনে ২-৩ গুণ পর্যন্ত বেশি ভাড়ায় গাড়ি আনতে হয়। পথচারীদের জুতা হাতে নিয়ে কাপড় হাঁটু পর্যন্ত তুলে কোনোরকমে পা টিপে টিপে পার হতে হয়। গুরুতর অসুস্থ কাউকে হাসপাতালে নিতে হলে বেগ পেতে হয়।
রিকশা-অটোরিকশা চালক রাস্তার নাম শুনলেই সাথে সাথে না করে দেন। মাঝেমধ্যে বাধ্য হয়ে বাড়তি ভাড়ায় রাজি করাতে হয়। তবে রাস্তাটি এখন বেশি বেহাল হওয়ায় রিকশা-অটোরিকশা একেবারে চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে গ্রামবাসীর দুর্ভোগ চরমে পৌছেছে।
জানা গেছে, মাটির রাস্তা হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে কাদা মাটিতে বেহাল অবস্থা হয়ে পড়ে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন ৩ হাজার মানুষ চলাচল করে থাকেন। বর্ষায় স্কুল ও কলেজ শিক্ষার্থী, জরুরী রোগীদের হাসপাতালে নিতে ও হাট বাজারে যাতায়াত করা মানুষদের দুর্ভোগ বেড়ে যায়। বাসাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আয়েশা ইসলাম বলেন,বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। পরিষ্কার জামা কাপড় কাদায় একাকার হয়ে যাচ্ছে। দুর্ভোগ নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে। আমরা চাই দ্রুত ইট বিছিয়ে রাস্তাটির কাজ করে দিবে সরকার এটাই আমাদের দাবি। উত্তর রাঙ্গামালিয়া
গ্রামের বাসিন্দা আক্কাস ঢালী বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে রাস্তাটিতে বড় বড় গর্ত হয়ে পানি জমা হওয়ার কারণে প্রতিদিন যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছি। জন প্রতিনিধিরা ভোটের আগে এরাস্তাটি পাকা করে দিবেন প্রতিশ্রুতি দিলেও ভোটে নির্বাচিত হয়ে আর কেউ খবর রাখেন না। এই বর্ষা মৌসুমে আমাদের অবস্থা বেহাল হয়ে যাচ্ছে। আমরা চাই নতুন সরকার আমাদের দুর্ভোগ লাগবে পাকা রাস্তা করে দিবেন।
পথচারী মো.শামসুল আলম জানান, বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছে না। রাস্তায় প্রায় হাঁটিুর উপর কাঁদাথাকে। রাস্তাটি পাকা করার জন্য আমরা উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান আর মেম্বারদের বলে বলে হফিয়ে গেছি। এ রাস্তা কবে পাকা হবে আল্লাহ ভালো জানেন। বাসাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম বলেন, এ রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা হওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে কাদায় একাকার হয়ে গেছে। এতে মানুষের চলাচলে দুর্ভোগ হচ্ছে। আমরা এই রাস্তাটির জন্য বরাদ্দ চেয়েছি, বরাদ্দ পেলে কাজ করা হবে।
এমআর
Leave a Reply