শ্রীনগরে প্রতিপক্ষের হাতুরি পেটায় বৃদ্ধ আহত

শ্রীনগরে এক বৃদ্ধকে হতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। গত বুধবার রাতে উপজেলার ভাগ্যকুল বাজারে এই ঘটনা ঘটে। জানা গেছে, প্রায় এক মাস আগে ভাগ্যকুল এলাকার রুহুল আমিন ভূইয়ার স্ত্রী সেফালী বেগম তাদের বাড়ির পাশের দোকানে যায়।

এ সময় দোকানে বসে থাকা সুজন শিকদার তার মুখের সামনে বিড়ির ধোঁয়া ছাড়ে। এনিয়ে রুহুল আমিন ভূইয়ার সাথে শিকদার বাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। পরে রব শিকদার বাদী হয়ে রুহুল আমিন ভূইয়ার বিরুদ্ধে মুন্সিগঞ্জ আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারায় মামলা দায়ের করেন। মামলায় বুধবার মুন্সিগঞ্জ আদালতে রুহুল আমিন ভূইয়া জবাব দাখিল করেন।

রুহুল আমিন ভূইয়া জানান, ওইদিন সন্ধ্যায় ভাগ্যকুল বাজারের হিরণের দোকানের সামনে তাকে একা পেয়ে ফজল শিকদার, বিল্লাল শিকদার, আরাফাত শিকদার, রব শিকদার, সুজন শিকদারসহ বেশ কয়েকজন মিলে হাতুরি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বৃদ্ধ রুহুল আমিন ভূইয়ার হাটুর নীচের হার দুই টুকরা হয়ে যাওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢাকায় তাকে পঙ্গু হাসপাতালে প্রেরণ করনে।

এ বিষয়ে রব শিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) ওয়াহিদ পারভেজ জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি

Leave a Reply