মুন্সীগঞ্জে প্রবেশমুখের সড়কে খানাখন্দ

মুন্সীগঞ্জ পৌর শহরের প্রবেশমুখ মানিকপুরের রাস্তা খানাখন্দে ভরপুর। ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে নানা রকমের অসুবিধা দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকায় দূর্ভোগ চরমে পৌঁছেছে। এ সড়ক পথ দিয়ে অন্য উপজেলার সাধারণ মানুষের চলাচলে অনুরূপ অসুবিধা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সব ঘটনায় পৌরশহরের রাস্তা সংস্কার না করায় পৌরবাসী বিরক্তি প্রকাশ করছেন।

মুন্সীগঞ্জ পৌরসভার সীমানায় প্রবেশের মানিকপুর দশতলা ভবনের অংশের রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে গেছে। রাস্তাটির পিচের ঢালাই উঠে গেছে। রাস্তার বিভিন্ন অংশে ছোট্ট ছোট্ট গর্তের সৃষ্টি হয়েছে। অনেক গর্ত থেকে গ্যাস বের হচ্ছে। তাতে বৃষ্টির পানির জমাট বাঁধলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করছে।

এখানে রাস্তার বৃষ্টির পানিতে এ পথে চলাচলকারীরাও পড়ে নানা রকমের বিড়ম্বনায়। এ সড়ক পথটি সবার কাছে নানাভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর প্রধান কারণ হচ্ছে, এ সড়ক পথটি হচ্ছে জেলা শহরে প্রবেশ পথ। জেলার একাধিক উপজেলার লোকজন এ পথ ধরেই জেলা শহরে আসা-যাওয়া করে থাকে। তাছাড়া এ সড়ক পথের পাশেই রয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার।

ফলে বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। মুন্সীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ এলাকার সংগীত শিল্পী সালাউদ্দিন বাবুল বলেন, এ সড়ক পথটি অনেক দিন ধরে এ অবস্থায় রয়েছে। সড়ক পথটি দ্রুত মেরামত করা প্রয়োজন। মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, ‘হাসপাতালে রাস্তার প্রতিবছর বর্ষা হলে ভেঙে যায়। তার ওপর রাস্তার নিচে গ্যাসের লাইন লিক থাকায় আমরা যতই রিপেয়ার করতাম ততই ভেঙে যেত। এই রাস্তাটা আরসিসি বা রড দিয়ে ঢালাই করার একটা পরিকল্পনা ছিল আমাদের এবং সেটা আমরা পাঠিয়েছি।’

জনকন্ঠ

Leave a Reply