মুন্সীগঞ্জে ‘ঢালাই স্পেশাল সিমেন্টের’ এক্সক্লুসিভ ডিলার উদ্বোধন

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সহযোগী প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তারা প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’। রবিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জে ঢালাই স্পেশাল সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মেসার্স শাকিল স্টিলের উদ্বোধন করা হয়েছে। মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের সিপাহিপাড়ার দরগাহবাড়ি এলাকার একটি পার্টি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম সুদীপ্ত রায়, এজিএম খান জাফর আলতাফ ও মেসার্স শাকিল স্টিলের স্বত্বাধিকারী শাকিল আহমেদ সিয়াম।


সিনিয়র জিএম কাজী মো. মহিউদ্দিন বলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট কংক্রিটের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ঢালাইয়ের কাজের জন্য বিশেষায়িত সিমেন্ট বাজারে নিয়ে এসেছে। গ্রাহকরা যখন ঢালাই করবেন, বিশেষ করে মাটির নিচে বা ছাদের জন্য তখন এই সিমেন্ট সবচেয়ে বেশি উপযোগী। অন্য সিমেন্টের তুলনায় এই সিমেন্ট অনেক বেশি টেকসই। প্রায় ওপিসির সমান দ্রুত জমাট বাঁধতে পারে। যার কারণে দ্রুত মজবুত হয়ে যায়। বাজারে যেসব সাধারণ সিমেন্ট মাল্টিপারপাস কাজে ব্যবহার করা হয়, তাদের তুলনায় গুণগতমানসম্পন্ন। প্রতিষ্ঠানটি এই বিশেষায়িত সিমেন্টের ব্র্যান্ডিং করছে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ হিসেবে, নীল রঙের ব্যাগে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা নদীর তীরে অবস্থিত কারখানাটিতে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হয়েছে অন্তত দেড় হাজার মানুষের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দুটি ইউনিটে প্রতিষ্ঠানটির প্রতিদিন প্রায় ২০ হাজার টন সিমেন্ট উৎপাদনের সক্ষমতা রয়েছে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ইউনিক সিমেন্ট তাদের জার্মান পলিকম প্রযুক্তি এবং রোলার প্রেস প্রযুক্তির সংযোজন করেছে। প্রতিষ্ঠানটি কাঁচামাল আমদানি করে থাকে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে। নির্মাণকাজের প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানটি বেশি কিছু ক্যাটাগরির সিমেন্ট উৎপাদন করে থাকে। যেকোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ও অত্যধিক কার্যকর এ ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা বলে মানছেন নির্মাণ খাতের বিশেষজ্ঞরা। এই সিমেন্টের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রথম দুই দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন। সাধারণ পিসিসি সিমেন্টের ২৮ দিনের দৃঢ়তার ৫০% প্রথম দুই দিনেই এবং ৮৫% প্রথম সাত দিনে অর্জন করে এই সিমেন্ট। দ্রুত দৃঢ়তা অর্জনের কারণে দীর্ঘ সময় শাটারিংয়ের প্রয়োজনীয়তা কমায় খরচ সাশ্রয় করে। সব মিলিয়ে খরচ কমিয়ে টেকসই নির্মাণ উপযোগী ঢালাই স্পেশাল সিমেন্ট।

বাংলা ট্রিবিউন

Leave a Reply