নির্মাণকাজের জন্য এক বছর সময় নির্ধারিত হলেও ২২ বছরেও শেষ হয়নি মুন্সীগঞ্জ জেলা পরিষদের দ্বিতল মডার্ন মার্কেটের নির্মাণকাজ। দুর্নীতি ও অর্থ আত্মসাতের জন্য দফায় দফায় বাড়ানো হয়েছে মেয়াদ। অভিযোগের তির জেলা পরিষদের এক দম্পতির দিকে। ১৩৬ জন গ্রহীতার কাছ থেকে নেওয়া হয়েছে ১ কোটি সাড়ে ৬৩ লাখ টাকা। দ্বিতলা মডার্ন মার্কেটটি এখন ভগ্ন-বিধ্বস্ত-পরিত্যক্ত, গণশৌচাগার ও মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। খসে পড়ছে পলেস্তারা। এদিকে নির্মাণকাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়ায় গ্রহীতাদের কাছ থেকে দোকান ভাড়া আদায় করা যাচ্ছে না। ফলে মুন্সীগঞ্জ জেলা পরিষদ বিশাল অঙ্কের টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মার্কেটটির নির্মাণের কাজ পান শ্রীনগরের উপজেলার মেসার্স অর্পন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
নাম প্রকাশে অনিচ্ছুক মুন্সীগঞ্জ জেলা পরিষদের কয়েকজন কর্মকর্তা বলেন, বহু বছর ধরে মুন্সীগঞ্জ জেলা পরিষদ জিম্মি হয়ে আছে আকরাম আলী হালদার ও শাহানাজ দম্পতির হাতে। একই পরিবারের চারজন সদস্য মুন্সীগঞ্জ জেলা পরিষদে চাকরি করে লুটতরাজ করে যাচ্ছে অথচ দেখার কেউ নেই।
জানা গেছে, এক বছরের চুক্তিতে বিগত ২০০২ সালের নভেম্বর মাসে শ্রীনগর উপজেলায় মুন্সীগঞ্জ জেলা পরিষদ কর্তৃপক্ষ তাদের নিজস্ব জমিতে দ্বিতল মডার্ন মার্কেটটির নির্মাণকাজ শুরু করে। অভিযোগ রয়েছে, মুন্সীগঞ্জ জেলা পরিষদের দুই দুর্নীতিবাজ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে ও ঠিকাদারের কাছ থেকে উৎকোচ গ্রহণের বিনিময়ে ঠিকাদারকে অসংখ্যবার মার্কেট নির্মাণ কাজের সময় বৃদ্ধি করে দেন। তাদের অনিয়ম-স্বেচ্ছাচারিতায় গণশৌচাগারে রূপান্তরিত হয়েছে ১৩৬ গ্রহীতার মডার্ন মার্কেট।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্রীনগর উপজেলায় ডাক বাংলার পাশের সড়কে মুন্সীগঞ্জ জেলা পরিষদের দ্বিতল মাকের্টের নিচতলার কিছু দোকান পরিপাটি অবস্থায় রয়েছে। মার্কেটের ৬০ ভাগ দোকানের পলেস্তারা খসে গেছে, ইট সুরকি ও থাম ভেঙে পড়েছে। দ্বিতীয় তলায় এর চেয়ে নাজুক অবস্থা। বারান্দা জুড়ে বৃষ্টির পানি জমে আছে। কোথাও রেলিং নেই। দুই পাশের দোকান ঘরের একটিরও শাটার দরজা নেই। বেশির ভাগ শাটার ছাড়া। স্থানীয়রা গণশৌচাগার হিসেবে ব্যবহার করছে এবং ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। গড়ে উঠেছে মাদকসেবীদের নিরাপদ আখড়া।
ক্ষতিগ্রস্ত ১০-১২ গ্রহীতা জানান, জেলা পরিষদ মার্কেটের দোকান ঘরের দলিল কিনেছি লাখ টাকায় কিন্তু ভোগ করতে পারছি না। জেলা পরিষদ প্রতি মাসে জমিদারি ভাড়া আদায় করে নিচ্ছে কিন্তু মার্কেটটি সংস্কার করছে না।
কেন মার্কেটটির সংস্কার কাজ করা হচ্ছে না জানতে চাইলে ক্ষতিগ্রস্ত গ্রহীতা মো. কার্জন মিয়া বলেন, ঠিকাদার আর মার্কেটের দেখাশোনার দায়িত্বরত জেলা পরিষদের দুই কর্মকর্তার দুর্নীতি, গাফিলতি, নানা অনিয়মে প্রায় ১০০ দোকান ব্যবহারযোগ্য হচ্ছে না।
ক্ষতিগ্রস্ত গ্রহীতাদের দাবি, মার্কেট নির্মাণের অনিয়ম দুর্নীতি অবহেলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার করা হোক। একই সঙ্গে মার্কেটটির দ্রুত পুনঃসংস্কারের দাবি তাদের।
অন্যদিকে মো. স্বপন নামে আরেক গ্রহীতা বলেন, মার্কেটের নিচতলায় আমার দুটি দোকান। জেলা পরিষদকে প্রতি মাসে জমিদারি খাজনা পরিশোধ করছি। কিন্তু ব্যবসা করতে পারছি না।
আরেক গ্রহীতা মো. শাহাদাত হোসেন জানান, জেলা পরিষদ যেহেতু টাকা ফেরত দেবে না। টাকা গ্রহীতাদের ফেরত দেওয়ার সুযোগও নেই চুক্তি অনুযায়ী। একটি অসম্পন্ন মার্কেট তোলা হয়েছে। আমার তিনটি দোকান ছিল। লোকসান দিয়ে ৫-৬ মাস আগে কম মূল্যে বিক্রি করে দিয়েছি।
জানা গেছে, ওই মার্কেট নির্মাণের নথি ব্যবস্থাপনা কাজে নিয়োজিত রয়েছেন জেলা পরিষদের প্রধান সহকারী শাহানাজ বেগম। ঠিকাদারের কাছ থেকে উৎকোচ গ্রহণের বিনিময়ে শাহানাজ বেগম বহুবার মার্কেট নির্মাণ কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত কয়েকজন গ্রহীতার কাছ থেকে দলিলের নাম পরিবর্তন (নামজারি) করতে ১০ হাজার টাকা জায়গায় ১ লাখ টাকা করে উৎকোচ আদায় করেছেন।
এদিকে সূত্রটি আরো জানান, মার্কেট নির্মাণকাজ চলমান অবস্থায় অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করেছেন জেলা পরিষদের প্রশাসনিক (হিসাবরক্ষক) কর্মকর্তা আকরাম আলী হালদার। বর্তমানে তিনি অবসরে আছেন। মুন্সীগঞ্জ জেলা পরিষদের হিসাবরক্ষকের দায়িত্বে থাকা অবস্থায় ঠিকাদার কর্তৃক জমা করা ১৬ লাখ টাকা জামানতের মধ্যে ৮ লাখ টাকা ফেরত দিয়েছেন। যা মার্কেট নির্মাণ সংক্রান্ত শর্ত পরিপন্থি।
এদিকে মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসনিক হিসাবরক্ষক কর্মকর্তা মো. আকরাম আলী হায়দার তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন চাকরিতে নেই। গত মার্চে অবসরে গেছি। শ্রীনগর উপজেলায় জেলা পরিষদের মডার্ন মার্কেটের ব্যাপারে আমি কিছু বলতে পারব না। অন্যদিকে জেলা পরিষদের প্রধান সহকারী শাহানাজ বেগমের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবুল হুসাইন বলেন, আমি মডার্ন মার্কেটটির কোনো কাজই করিনি। আমি দেখিওনি। তবে দীর্ঘ ২২ বছর মার্কেটটি মরদেহের মতো দাঁড়িয়ে আছে। তিনি আরো বলেন, যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করেছিলেন তারা আমাদের এখনো দায়িত্ব বুঝিয়ে দেননি। অনিয়ম ও দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্তে জেলা পরিষদ, এলজিইডি, পিডব্লিউডিকে নিয়ে তিন সদস্য কমিটি করা হয়েছে।
প্রতিদিনের সংবাদ
Leave a Reply