কিশোরগঞ্জের কটিয়াদী বাস্ট্যান্ডে দাঁড়ানো ছিলেন এক গৃহবধূ। এ সময় এক ছিনতাইকারী প্রাইভেটকার থেকে নেমে তার নাকে-মুখে স্প্রে করে স্বর্ণালঙ্কার ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। থানায় মামলা হলে ছিনতাইকারীকে মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ওই যুবকের নাম নাসির সরদার (৩২)। তিনি খুলনার ফুলতলা থানাধীন উত্তর ডিহি এলাকার প্রয়াত মমিন সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ কটিয়াদী সদরের গৃহবধূ রহিমা বেগম (২৬) গত ১৭ সেপ্টেম্বর বিকেলে ভৈরবের বাবার বাড়ি থেকে এসে কটিয়াদী বাসস্ট্যান্ডে নামেন। এ সময় নাসির সরদার নামের এক যুবক একটি প্রাইভেটকার থেকে নেমে রহিমার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এক পর্যায়ে রহিমার নাকে-মুখে স্প্রে করলে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। তখন তার গলা ও কান থেকে স্বর্ণের চেইন ও দুল এবং মোবাইল ফোন নিয়ে প্রাইভেটকারে পালিয়ে যান নাসির সরদার। রহিমাকে কটিয়াদীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। খবর পেয়ে স্বজনরা ক্লিনিকে ছুটে গিয়ে ঘটনা জানতে পারেন।
এ ঘটনায় বুধবার কটিয়াদী থানায় মামলা হলে ওইদিনই এসআই কামাল হোসেন বাদলের নেতৃত্বে মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে নাসির সরদারকে গ্রেপ্তার করা হয় এবং স্বর্ণালঙ্কার ও মোবাইল বিক্রির টাকা থেকে নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার নাসিরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সমকাল
Leave a Reply