সোনিয়া হাবিব লাবনীঃ টানা ১০ বছর ধরে জলাবদ্ধতার মধ্যে বসবাস করছে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার রামগোপালপুর ছৈয়ালবাড়ী ও বনিক্যপাড়া মহল্লার অর্ধশতাধিক পরিবার। প্রতিবছর পুরো বর্ষা মৌসুমে পরিবারগুলোকে জলাবদ্ধতার মধ্যে দুর্ভোগ পোহাতে হয়। পাশের একাধিক ডোবা ও সরকারি খাল দখল এবং আবর্জনায় ভরাট হওয়ায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে এলাকাটি ঘুরে দেখা গেছে, ছৈয়ালবাড়ী ও বনিক্যপাড়া মহল্লার বেশির ভাগ বাড়ির সামনে থাকা ডোবাগুলো ময়লা-আবর্জনায় ভরাট।
সেখানে থাকা দুর্গন্ধযুক্ত পানি অনেকের বাড়ির উঠানে স্থায়ীভাবে আটকে আছে। সেই সঙ্গে বৃষ্টির পানি জলাবদ্ধতাকে আরো দৃশ্যমান করে তুলেছে। ময়লা-আবর্জনা ছাড়াও খাল দখল করে নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা। এতে পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে গেছে।
বাসিন্দারা জানায়, দুই মহল্লার পাশেই নয়নের খাল। সেটি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। বাকি অংশ ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। এখন একটু বৃষ্টি হলেই তাদের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে।
এ সময় ঘরের ভেতরও পানি ঢুকে যায়। প্রায় ১০ বছর ধরেই চলছে এই দুরবস্থা। বছরে পাঁচ-ছয় মাস পানিবন্দি থাকতে হয় তাদের। কোনো কোনো পরিবারকে শুকনা মৌসুমেও জলাবদ্ধতার মধ্যে বসবাস করতে হচ্ছে বলে দাবি একাধিক পরিবারের।
ভুক্তভোগী বাসিন্দা আনোয়ার বেপারী বলেন, এলাকার পানি নেমে যাওয়ার কোনো ব্যবস্থা নেই।
ফলে প্রতিবছরই বৃষ্টির দিনে রাস্তা, বাড়ির উঠান, এমনকি ঘরেও পানি ঢুকে যায়। এ সময় আশপাশের ডোবার নোংরা পানি ও আবর্জনা ভেসে আসে। এতে তাঁদের শরীরে চুলকানি, পেটের অসুখসহ নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে। এলাকার জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ বছরের পর বছর আশ্বাস দিয়ে যাচ্ছে। অথচ দীর্ঘদিনেও এই দুই মহল্লায় ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। বিশেষ করে ঐতিহ্যবাহী নয়নের খালটি দখলমুক্ত করে খনন করলেও পরিবারগুলো জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পেত।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মিরকাদিম পৌরসভার প্রশাসক ফেরদৌস ওয়াহিদ বলেন, পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে সভায় আলোচনা হয়েছে। যেসব এলাকায় ড্রেনগুলো সংস্কার করা দরকার বা ড্রেনেজ ব্যবস্থা নেই, সেখানে ড্রেন নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
কালের কণ্ঠ
Leave a Reply