নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে নিখোঁজ আওয়ামী লীগ নেতা শাহজাহান শেখের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ির রাস্তার পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী শিমা বেগম জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি বাজারে চা পান করতে যান। এরপর আর তিনি বাসায় ফেরেনি। রাতে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ি থেকে প্রায় একশ গজ দূরে রাস্তার পাশের ডোবায় তার লাশ পাওয়া যায়।

নিহত শাহজাহান শেখ বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মুন্সী জানান, নিহতের মুখে মদের গন্ধ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, প্রাথমিমকভাবে ধারণা করা হচ্ছে মাতাল অবস্থায় তিনি পানিতে নেমে আর উঠে আসতে পারেনি।

সময় সংবাদ

Leave a Reply