মুন্সীগঞ্জ আ.লীগ সভাপতি মহিউদ্দিনসহ ৫ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

মুন্সীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৬ অক্টোবর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, তার স্ত্রী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আনিসউজ্জামান আনিস, মীর কাদিম পৌরসভার সাবেক মেয়র মো. শহিদুল ইসলাম শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া আফসুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।

দুদকের এই কর্মকরা আরও জানান, মহিউদ্দিন আহম্মেদ ৪টি রিয়েল এস্টেট কোম্পানির মালিক এবং তার স্ত্রী সোহানা তাহমিনা ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, জমিদখল ও অন্যান্যভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন। তার অবৈধ সম্পদের মধ্যে রয়েছে– মোহাম্মদপুর ইকবাল রোডে ১৭৪.৯০ বর্গফুটের ফ্ল্যাট যার মূল্য ৭৫ লাখ টাকা, ১৫ লাখ টাকার ১টি ল্যান্ড ক্রুজার টয়োটা গাড়ি। এছাড়া তাদের আরও অনেক সম্পদ নামে-বেনামে রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট আনিসুজ্জামান আনিসের মুন্সীগঞ্জ শহরে ৩ হাজার ৯৬০ বর্গফুট বিশিষ্ট ‘মুন্সীগঞ্জ টাওয়ার’ নামের পাঁচ তলা ভবনসহ মুন্সীগঞ্জের কোর্টগাঁও মৌজায় দুই তলা ভবন নির্মাণ করেন। ২০২৩-২৪ আয়কর নথিতে তার নিট সম্পদের মূল্য ৯৩ লাখ ৩৯ হাজার ৬৫২ টাকা।

মো. শহিদুল ইসলাম শাহিন মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী এলাকায় পাঁচ তলা বহুল ভবন নির্মাণ করেন। আফসার উদ্দিন ভূইয়ার বিরুদ্ধে সোয়া চার কোটি টাকার সেতু নির্মাণের অনিয়মের তথ্য পাওয়া যায়। সেতু নির্মাণের সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট আফসার উদ্দিন ভূইয়ার সংশ্লিষ্টতা রয়েছে। দুর্নীতির মাধ্যমে নিজেদের ও তাদের ওপর নির্ভরশীলদের নামে প্রচুর জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ রয়েছে।

বাংলা ট্রিবিউন

Leave a Reply