শ্রীনগরে বিরোধপূর্ণ জায়গা ভরাট চেষ্টা

শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাকিড়া বেপারী পাড়ায় একটি বিরোধপূর্ণ জায়গা ভরাটের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ রাহিমা বেগমের পক্ষে এলাকার প্রভাবশালী হাসেম ডাক্তারও মো. মোশারফ নামে দুই ব্যক্তির সহায়তায় জায়গাটি ভরাটের জন্য ড্রেজারের পাইপ এনে রাতের আধারে ড্রেজারের পাইপ লাইনের কাজ করা হচ্ছে বলে অবিযোগ একই এলাকার সুরুজ বেপারী।

সবেজমিনে গিয়েও এর সত্যতা জানা গেছে। দেখা গেছে, পাকিড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে পায়ে হাটার কাঁচা সরু রাস্তাটির দুর্গা পূজা মন্ডপের সামনে রাখা হয়েছে ড্রেজারের পাইপ। এখানটায় বেশ কয়েক স্থানে পাইপ রাখার ফলে সাধারণ মানুষের হাটা চলা ফেরায় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে পূজা মন্ডপের সামনে এভাবে পাইপ রাখা নিয়েও উঠেছে প্রশ্ন।

স্থানীয়রা জানায়, আব্দুল রশিদের ছেলে সুরুজ গং ও প্রতিবেশী রাহিমার জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। শুনছি জায়গাটি ভরাটের জন্য হাসেম ডাক্তার ও মোশারফ ড্রেজার এনেছেন। পূজা মন্ডপসহ সড়কের যেখানে সেখানে ড্রেজারের পাইপ রাখায় আমাদের চলাচলে সমস্যা হচ্ছে।

মো. সুরুজ বেপারী ও তার ভাই মিয়া চাঁন বলেন, জায়গা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। অথচ রহস্যজনক কারণে রাহিমার পক্ষে হাসেম ডাক্তার ও মোশারফ জায়গাটি ভরাটের জন্য ড্রেজার আনে। গতকাল রাতের আধারে ড্রেজারের লোকজন অবৈধভাবে বাঁশের খুটি গেড়ে পাইপলাইন টানা শুরু করে। স্থানীয় গণ্যমান্যদের বিষয়টি জানিয়েছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুছের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন। অবৈধ ড্রেজারের বিষয়ে হাসেম ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ড্রেজারটি মোশারফ এনেছে।

মো. মোশারফের কাছে জানতে চাইলে তিনি বলেন, ড্রেজারটি হাসেম ডাক্তার এনেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পার্শ্ববর্তী উপজেলার সিরাজদিখনের রাজানগর এলাকার আক্কাস আলীর কাছ থেকে ড্রেজারটি ভাড়ায় আনেন অভিযুক্ত হাসেম ডাক্তার ও মোশারফ। ড্রেজারটি চালানোর দায়িত্বে রয়েছে জাহিদ নামে এক ব্যক্তি।

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন জানান, লোকেশন দিন লোক পাঠাচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অবজারভার

Leave a Reply