‘প্রতিপক্ষকে লক্ষ্য করে ছোড়া’ গুলিতে পথচারী যুবক আহত

এমারত শেখের বিরুদ্ধে শ্রীনগর থানায় বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মোহাম্মদ নাহিদ (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার বাঘরা এলাকায় শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নাহিদ ওই এলাকার লতিব বেপারীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, গুলিটি ছুড়েছিলেন ওই এলাকার বাসিন্দা এমারত শেখ। তার সঙ্গে একই এলাকার সাখাওয়াত হোসেনের পূর্ব বিরোধ ছিল। সাখাওয়াতকে উদ্দেশ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় পাশে থাকা নাহিদ গুলিবিদ্ধ হন।

প্রথমে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারজিয়া মাহমুদ জানিয়েছেন, ‘ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মুন্সী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

তিনি জানান, এমারত শেখের বিরুদ্ধে শ্রীনগর থানায় বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে।

ডেইলি ষ্টার

Leave a Reply