মুন্সীগঞ্জে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল সহ চলমান এবং নিষ্পত্তি সংক্রান্ত ৩০৮ মামলার আলামত ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের দেওভোগ এলাকায় মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পাশে এ আলামত ধ্বংস করা হয়।
আদালতের মালখানার দায়িত্বগত বিচারক শহিদুল ইসলামের উপস্থিতিতে ৩০৮ মামলার মধ্যে ৮ কেজি ৯২৬ গ্রাম গাঁজা, ৮ হাজার ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫ পুড়িয়া হেরোইন, সাড়ে ১৬ লিটার চোলাই মদ, ৭১১ বোতল ফেন্সিডিল, ১৮৫ ক্যান বিয়ার ও দুই বোতল বিদেশী মদ ধ্বংস করা হয়।
এছাড়াও ইতিমধ্যে দশটি নিষ্পত্তি সংক্রান্ত মামলার ২ লাখ ৫০ হাজার ৪৩৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, মালখানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ইসফাত আরা খানম প্রমুখ।
এ ব্যাপারে (এস আই) ইসফাত আরা খানম জানান, আদালতের ৩০৬ টি নিষ্পত্তি ও দুইটি চলমান মামলার বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করা হয়েছে। তাছাড়া মধ্যে দশটি নিষ্পত্তি মামলার ২ লাখ ৫০ হাজার ৪৩৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
প্রতিদিনের সংবাদ
Leave a Reply