রশুনিয়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

আব্দুল্লাহ আল মাসুদ: শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায় রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামে প্রবেশের প্রধান সরকারি রাস্তার সিরাজুল ইসলামের মুদি দোকানের বিপরীত পার্শ্বে অবস্থিত সরকারি রাস্তার প্রায় এক ফুট পরিমান জায়গা দলখ করে সীমানা প্রাচীর নির্মাণের জন্য পিলার স্থাপন করেছেন অভিযুক্ত মো. ইউসুফ।

এলাকাবাসী বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. ইকবাল হোসেনকে অবগত করলে তিনি সরকারি রাস্তার জায়গা দখল করে সীমানা প্রাচীরের পিলার স্থাপন করতে নিষেধ করলেও তাতেও অভিযুক্ত ইউসুফ কোন কর্ণপাত না করে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের

স্থানীয়রা জানায়, চোরমর্দ্দন গ্রামে প্রবেশের প্রধান সরকারি রাস্তাটি ১২ ফুট প্রস্থের এবং সরকারি নিয়ম অনুযায়ী রাস্তার দুইপাশে আড়াই ফুট করে জায়গা রেখে সীমানা প্রাচীর ও ব্যক্তি মালিকানা স্থাপনা নির্মাণের নিয়ম থাকলেও অভিযুক্ত মো. ইউসুফ সরকারি নিয়ম নীতির কোন তোয়াক্কাই করছেন না।

রশুনিয়া ইউপির ৫নম্বর ওয়ার্ড সদস্য মো. ইকবাল হোসেন বলেন, আমি তাকে সরকারি রাস্তার জায়গা ছেড়ে দেওয়াল নির্মাণ করতে বলেছি এবং সরকারি রাস্তার জায়গা দখল করে দেওয়াল নির্মাণে নিষেধ করেছি। সে আমার কোন কথার তোয়াক্কা না করে পিলার তৈরি করছে।

এব্যাপারে অভিযুক্ত মো. ইউসুফ বলেন, আমি এতটা বিবেকহীন মানুষ না যে মানুষের যাতায়াতের জায়গা নষ্ট করে এখানে কাজ করবো। নায়েব অফিস থেকে লোক আসছিল। উনারা এসে দেখে গেছে। আপতত কাজ বন্ধ রাখা হয়েছে। স্যারের সাথে কথা বলে তার পর কাজ ধরা হবে।

রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ বলেন, রাস্তার পাড় থেকে কমপক্ষে তিন ফুট জায়গা রেখে তারপর যে কোন কাজ করতে হবে। এভাবে করা যাবে না। আমি মেম্বারদের বিষয়টি বলেছি দেখার জন্য।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply