মুন্সীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ২ জেলেকে কারাদণ্ড

মুন্সীগঞ্জে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে মা ইলিশ আহরণ করায় ২ জেলেকে আটক করা হয়েছে। এসময় নদী থেকে জব্দ করা হয় ১০ হাজার মিটার কারেন্টজাল।

রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে লৌহজং উপজেলা সংলগ্ন নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ওই দুই জেলেকে আটক ও জাল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

তিনি জানান, রবিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত লৌহজং উপজেলার পদ্মানদীর ১৫ কিলোমিটার এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলেরা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ আহরণকালে তাদের হাতেনাতে গ্রেফতার ও জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করা ২ জেলেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ইলিশ রক্ষায় নির্ধারতি সময় পর্যন্ত মাঠে তৎতপর রয়েছে প্রশাসন।

বিডি-প্রতিদিন

Leave a Reply