আইনশৃঙ্খলা মিটিংয়ে যাওয়ার পথে গ্রেফতার ইউপি চেয়ারম্যান

মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা মিটিংয়ে ঢোকার পথে গ্রেফতার হয়েছেন লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুরে লৌহজং উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে তিনি সেখানে আসেন। এছাড়া উপজেলার হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুজন দেওয়ানকেও একই মামলায় গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার হলদিয়া বাজার থেকে সুজন দেওয়ানকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার ওসি হারুন অর রশীদ জানান, গ্রেফতার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মুন্সীগঞ্জে সদর থানার ১৫(৮)২৪ নাম্বার মামলার ১৪৩/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩০২/ ৪২৭/ ৫০৬ (২) / ১০৯/ ১১৪/ ৩৪ তৎসহ ১৯৮০ সনের (সংশোধনী/২০০২) বিস্ফোরণ আইন ৩ ও ৪ ধারায় তাকে আটক করা হয়। এরপর সংশ্লিষ্ট মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, হলদিয়া বাজার থেকে হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুজন দেওয়ানকে গ্রেফতার করা হয়। তাকেও মুন্সীগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট চত্বরে ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতায় নিহত হন ডিপজল সরদার। পরে গত ৩০ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৬১৪ জনের নামে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত ডিপজল সরদারের নানি শেফালী বেগম।

জনকন্ঠ

Leave a Reply