মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে দালাল চক্রের চার সদস্যকে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থী ও হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১টার দিকে চারজনকে আটক করে থানায় নেয় পুলিশ। আটক ব্যক্তিরা হলেন স্বপন (৪৮), আজমল (৩২), মজিবুর রহমান (৩৫) ও ইয়াসমিন (৩৫)। এরা দীর্ঘদিন ধরে হাসপাতালে আগত রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যেতেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে উপস্থিত মুন্সীগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থী অহনা আক্তার মাহিয়া জানান, সকালে হাসপাতালে আমরা কয়েকজন শিক্ষার্থী যাই। এ সময় কয়েকজনকে দেখি যারা সাধারণ রোগীদের বিভিন্ন বিষয় বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছে। এ সময় একজনকে ধরলে চক্রের বাকি সদস্যরা আমাদের উপর হামলা করার চেষ্টা করে। আমার হাতে কামরও দেয় এক মহিলা। পরে হাসপাতালের লোকজন মিলে তাদের আটক করে।
আরেক শিক্ষার্থী তাজ জানান, দীর্ঘদিন ধরে চক্রটি হাসপাতালে এ কাজ চালিয়ে যাচ্ছিল। এতে যেসব গরিব রোগী হাসপাতালে আসত তাদের সরল বিশ্বাসের সঙ্গে প্রতারণা করত। বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা করে প্রচুর টাকা হাতিয়ে নিত। আমরা চাই এটি স্থায়ীভাবে বন্ধ হোক। তাদের যথাযথ শাস্তি হোক।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা জামাল জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা থেকে শুরু করে দালাল প্রতিরোধে ছাত্ররা আমাদের সহযেগিতা করে আসছে। আজ দালালচক্রের কয়েকজন হাসপাতালে এসে রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছিল। শিক্ষার্থীরা আমাদের কাছে নিয়ে এলে আইনি সহযোগিতার জন্য পুলিশকে ফোন দিলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
আবু হেনা জামাল আরোও জানান, দালাল প্রতিরোধে আমাদের কার্যত্রম চলছে, এখন থেকে চিহ্নিত দালালদের ছবি টাঙিয়ে রাখা হবে হাসপাতালে। যেন তারা আর অপকর্ম করতে না পারে। আগত রোগীদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার দে জানান, দালালির অভিযোগে চারজনকে ধরে আমাদের কাছে দিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি পদক্ষেপে কার্যক্রম চলছে।
এনটিভি
Leave a Reply