মুন্সিগঞ্জে ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ডাকাতি মামলার ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুুলিশ। গত রবিবার (০৩ নভেম্বর) ঢাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

এসময় গ্রেফতারকৃত ডাকত সদস্যদের কাছ থেকে নগদ ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব সরাইল গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে রনি (৪৮), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার তেবাড়ীয়া (সলিমাবাদ) গ্রামের ময়নালের ছেলে মমিন (৪২), ঢাকা ওয়ারী থানার ঢাকা নবাবপুর মহাজন পুর লেন এলাকার মৃত ইবরাবুল হাসানের ছেলে সিরাজুল হাসান ওরফে জাবেদ ওরফে রানা (৪২), কেরানীগঞ্জ দক্ষিণ থানার বর্তমান শুভাঢ্যা উত্তর পাড়া লিটন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও মৃত বাবুর ছেলে শামিম (৪২), মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার পাঁচ খোলা গ্রামের মো. মোতাহারের ছেলে এবং যাত্রাবাড়ী থানার সায়দাবাদ সেতুর ঢালে ইসলামিয়া হাসপাতালের গলির বাক্কার মিয়ার বাড়ির ভাড়াটিয়া সুজন (৩০), ঢাকা সূত্রাপুর থানার নাসির উদ্দিন সরদার লেন এলাকার মৃত মজিবরের ছেলে সায়মন (৩২), ফরিদপুর জেলার কোতয়ালী থানার চর মাদুপদা গ্রামের মৃত মো. আলাউদ্দিন বিশ্বাসের ছেলে এবং কেরানীগঞ্জ দক্ষিণ থানার বর্তমান শুভাঢ্যা পশ্চিম পাড়ার ভাড়াটিয়া সবির (৪২)।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, সিরাজদিখান থানার ডাকাতি মামলার ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply