মুন্সীগঞ্জের সিরাজদিখানের চরপানিয়ায় শুক্রবার বেলা ১১ টার দিকে ভাবির সাথে পরকিয়ার জেরে প্রবাস থেকে ফেরা বড় ভাই মো.হাসান মিয়াাকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। ঘটনাস্থল থেকে এলাকাবাসী ছোট ভাই হারুন মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মুন্সীগঞ্জের সিরাজদীখানে পরকীয়া প্রেমে অন্ধ হয়ে নিজের বড় ভাইকে হত্যা করল ছোট ভাই। চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো.হাসান মিয়া (৪০) প্রায় ১১ বছর ধরে কুয়েতে থাকেন । এই সুযোগ ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া চলছিল বেশ কয়েক বছর ধরে । ভাবির সাথে দেবরের পরকীয়ার ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাই খবর পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন ।
পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়িতে আজ শুক্রবার একটি শালিশ বসার কথাও ছিল । কিন্তু এর আগেই ছোট ভাই ধারালো চাপিতে দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যাা করে । পালিয়ে যাওয়ার সময় ঘাতক ছোট ভাই হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয় । বালুচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন জানান, দেবর-ভাবির পরকীয়া নিয়ে তাদের বাড়িতে এর আগেও বিভিন্ন সময়ে একাধিকবার বিচার সালিশ হয়েছে । এর সমাধান করতে বাধ্য হয়ে বড় ভাই হাসান কুয়েত থেকে দেশে আসেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান জানান, মূল অভিযুক্ত আটক হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। অভিযোগ থাকলে নিহতের স্ত্রীকে গ্রেফতার করা হবে।
জনকন্ঠ
Leave a Reply