দীর্ঘ ১৫ বছর পর মুন্সীগঞ্জ শহরে ঐতিহাসিক র্যালী করেছে মুন্সীগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি। মুক্তারপুর থেকে মিছিলে বের হয়। এরপর শহর প্রদক্ষিণ করে। লিচুতলা ও কাচারি আওয়ামীলীগ অধ্যুষিত এলাকায় ঘুরে পার্টি অফিসের সামনে এসে পথসভা অনুষ্ঠিত হয়। র্যালীতে হাজার হাজার দলীয় নেতাকর্মী অংশ নেয়।
রোববার দুপুরে সদর উপজেলা ও মুন্সীগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করে বিএনপি। র্যালী শেষে সুপার মার্কেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন।
তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের গৌরবের দিন। এইদিনকে সবার স্মরণ রাখতে হবে। তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদের বিষয়ে জাতীয়তাবাদী দলের সবাইকে মাঠে থাকতে হবে।
মুন্সীগঞ্জ শহর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম ইরাদত মানুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, জেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান দোওয়ান, সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, নারী ও শিশু অধিকার ফোরাম, মহিলাদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অবজারভার
Leave a Reply