মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি স্পিড বোট থেকে চারটি ককটেল সদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ পটকা উদ্ধার করছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ।
এর আগে, রোববার (১৭ নভেম্বর) রাতভর মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। এ সময় একটি স্পিড বোটসহ কয়েকজনকে আটক করা হয়।
নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্প্রতি নিহত নৌ ডাকাত বাবলার লোকজন বালু উত্তোলনে আবার তৎপরতা দেখাচ্ছে। এর অংশ হিসেবে মেঘনা নদীতে ড্রেজার ও বাল্কহেড দিয়ে গজারিয়ার অংশে বালু উত্তোলন হচ্ছে জেনে তা বন্ধে ওইদিন অভিযান চালানো হয়। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে একটি বাল্কহেড, দুটি ড্রেজার, একটি স্পিড বোট, চারটি ককটেল ও বিপুল পরিমাণ পটকাসহ কয়েক জনকে আটক করতে সক্ষম হয়। তবে সোমবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, কতজন আটক এবং কি জব্দ করা হয়েছে তা আমি কিছু বলতে পারবো না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ জানান, একটি স্পিড বোট জব্দ করা হয়েছে। বাকি তথ্য পরে জানানো হবে বলেই তিনি ফোন কেটে দেন।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ জোন
Leave a Reply