গজারিয়ায় স্পিড বোটে মিলল ৪টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি স্পিড বোট থেকে চারটি ককটেল সদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ পটকা উদ্ধার করছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ।

এর আগে, রোববার (১৭ নভেম্বর) রাতভর মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। এ সময় একটি স্পিড বোটসহ কয়েকজনকে আটক করা হয়।

নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্প্রতি নিহত নৌ ডাকাত বাবলার লোকজন বালু উত্তোলনে আবার তৎপরতা দেখাচ্ছে। এর অংশ হিসেবে মেঘনা নদীতে ড্রেজার ও বাল্কহেড দিয়ে গজারিয়ার অংশে বালু উত্তোলন হচ্ছে জেনে তা বন্ধে ওইদিন অভিযান চালানো হয়। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে একটি বাল্কহেড, দুটি ড্রেজার, একটি স্পিড বোট, চারটি ককটেল ও বিপুল পরিমাণ পটকাসহ কয়েক জনকে আটক করতে সক্ষম হয়। তবে সোমবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, কতজন আটক এবং কি জব্দ করা হয়েছে তা আমি কিছু বলতে পারবো না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ জানান, একটি স্পিড বোট জব্দ করা হয়েছে। বাকি তথ্য পরে জানানো হবে বলেই তিনি ফোন কেটে দেন।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ জোন

Leave a Reply