মুন্সীগঞ্জের গজারিয়ায় এসএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের কবজি বিছিন্ন করার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে এসএসসি পরীক্ষার্থীরাসহ আহত স্কুল শিক্ষার্থীর পরিবারের সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন৷
পরে বিক্ষোভ মিছিল বের করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বসত বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের দ্বন্দ্বে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রতিবেশীদের ধারালো অস্ত্রের আঘাতে বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় দশম শ্রেণীর স্কুল ছাত্র সাব্বিরের (১৭)।
এ সময় আহত স্কুল শিক্ষার্থীর বড় ভাই সাইদার (৩৩) বাঁধা দিতে এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে এতে তার শরীলের ভিন্ন স্থানে প্রায় ৬৩টি সেলাই করা হয়।
এছাড়া এ ঘটনায় এক নারীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনার পরদিন শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে গজারিয়া থানায় ৬ জনকে আসামি করে একটি লিখত অভিযোগ দায়ের করেন আহত স্কুল শিক্ষার্থী সাব্বিরের বাবা শাহজালাল মিয়া।
অবজারভার
Leave a Reply