মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আটকের নামে পুলিশের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শ্রীনগর থানার এএসআই মো. এনামুলের বিরুদ্ধে এই অভিযোগ উঠে।
গত ১৫ নভেম্বর সকালে উপজেলার বিবন্দী বাজারে এই ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগী আব্দুল কাদির শেখ (৬৫) বিবন্দী বাজারের একজন সামান্য চা দোকানী। সে বিবন্দী গ্রামের মরহুম মমিনউদ্দিন শেখের ছেলে।
আব্দুল কাদির বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রভাবশালী প্রতিপক্ষ তাদেরকে আসামী করে বিজ্ঞআদালতে মামলায় দায়ের করেন। ওই মামলায় প্রায় দেড়মাস আগে আদালত থেকে জামিনে আসি। থানার মুন্সীর কাছে জামিনের রিকল জমাও দেওয়া হয়েছে এর রিসিভ কপিও হাতে আছে। অথচ গত শুক্রবার সকাল ৬ টার দিকে সাদা পোশাকে শ্রীনগর থানার এএসআই এনামুল নামে এক পুলিশ তাকে আটক করে। সংশ্লিষ্ট পুলিশের কাছে ওয়ারেন্টপত্র দেখতে চাইলে আমাকে তা দেখাতে পারেননি। পরে সাবেক মেম্বার আবুল হোসেন মোল্লা আমাকে ছাড়িয়ে রাখার বিনিময়ে পুলিশ এনামুলকে ৫ হাজার টাকা দেওয়া হয়।
তিনি আরো বলেন, পার্শ্ববর্তী মুদি দোকানী হাবিবুর রহমানের কাছ থেকে ধার করে ওই টাকা পুলিশকে দেন। আগামীকাল (মঙ্গলবার) আদালতে হাজিরার তারিখ রয়েছে।
গত রবিবার রাতে ভুক্তভোগীর ছেলে মো. সুজন বলেন, ঘটনার পরদিন আমি থানায় গেলে সংশ্লিষ্ট পুলিশ আমাকে জানায় তার বাবার নামে কোন ওয়ারেন্ট নেই। তার ছোট চাচা মালেকের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পুলিশ তাকে ওই টাকা ফেরত দেননি।
স্থানীয়রা জানায়, দরিদ্র চা দোকানদার আব্দুল কাদির অসুস্থ। সে চা বিক্রি করে কোন রকমে সংসার চালায়। আমরা জানতে পেরেছি গত অক্টোবর মাসের প্রথম দিকেই কাদির শেখের জামিনের রিকল থানায় জমা হয়েছে। কাদির শেখকে আটকের নাটক সাজিয়ে পুলিশের টাকা আদায় করাটা অতি দুঃখজনক। আর যদি কোন মামলায় আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট থেকেও থাকে তাহলে সংশ্লিষ্ট আসামীকে পুলিশ ছেড়ে দিতে পারে কি না? প্রশ্ন এলাকাবাসীর।
সাবেক মেম্বার আবুল হোসেন মোল্লার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ কাদিরের ওয়ারেন্ট আমাকে দেখিয়েছে। পরে আমি সাত্তার মুক্তারকে সাথে নিয়ে অসুস্থ কাদিরকে ছাড়িয়ে রাখি। কত টাকার লেনদেন হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অল্প হয়েছে। আমার হাত দিয়েই দেওয়া হয়েছে। তবে কত হয়েছে এটা আমি বলবো না।
এ বিষয়ে এএসআই মো. এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি দাবী করেন, আসামী আটকের ক্ষেত্রে কোন টাকা নেননি। ওয়ারেন্ট আসামী আটকের ক্ষেত্রে ছেড়ে দেওয়ার কোন বিধান আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামিনের রিকল দেখে কাদির শেখকে ছেড়ে দিয়ে আসি। তার কিছুক্ষণ পর ফোন করে এএসআই এনামুল হক জানান, গত ১৩ তারিখে কাদিরের বিরুদ্ধে নতুন করে ওয়ারেন্ট এসেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আজাদ রহমান জানান, থানায় গিয়ে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।
অবজারভার
Leave a Reply