মুন্সিগঞ্জে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে অন্তঃসত্ত্বা বোনকে মারধরের অভিযোগ

আব্দুল্লাহ আল মাসুদ: মুন্সিগঞ্জ পৌরসভায় পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে লাঞ্ছিতের স্বীকার হয়েছেন আপন ছোট বোন। এতে দের মাসের অন্তঃসত্ত্বা বোনের ব্লেডিং হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত রুহুল আমিন দেওয়ানের ছেলে মো. আল আমিন দেওয়ানের বিরুদ্ধে এ মারধরের অভিযোগ দায়ের করেন তার বোন মিনা আক্তার (৩০) সদর থানায়।

এ বিষয়ে ভোক্তভোগী মিনা আক্তার বলেন, অভিযুক্তের সাথে আমার পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়া বিরোধ চলছে। আমার বাবার মৃত্যুর পর আমার ভাই আল-আমিন দেওয়ান আমার ওয়ারিশের সম্পত্তি আমাকে বুঝিয়ে না দিয়ে নিজে সব সম্পত্তি দখল করে রেখেছে। আমি আমার প্রাপ্য সম্পত্তি দখল বুঝিয়ে দেওয়ার কথা বললে আমাকে মারধর করার হুমকি প্রদান করে আসতেছে। আমার বৃদ্ধা মাকে ভরনপোষন ও খরচপাতি দেয় না। এমনকি ভাই একাধিকবার আমার বৃদ্ধা মাকে মারধর করে।

তিনি আরও বলেন, মঙ্গলবার আমার বাবার বাড়িতে গেলে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার ভাই। এক পর্যায়ে গালিগালাজ করতে নিষেধ করায় আমাকে এলোপাথারি কিলঘুষি মেরে নীলাফোলা জখম করে। আমার চুলের মুঠি ধরে তলপেটে লাথি মারলে মাটিতে লুটিয়ে পরি। পরে আমার স্বামী এসে আমাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সজিব দে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply